Thursday, March 10, 2011

ফেনা Foam a Bangla poem

ফেনা

দেখ সাধীনতার জোর

লেগেছে ঢেউয়ে নিরন্তর দৌড়!

টকবক টকবক ঝকমক ঝকমক

চঞ্চল ফেনা জল করে ছলছল ছলছল

ঝাকে ঝাকে যেনো ঘোড়ার দল

করে সাদা ঝলমল ঝলমল;

লাফে ঝাঁপে ছিটে ফোটা

ছেলেবেলা থেকেই হুড়োহুড়ি

জলের ফেনা করে খেলাধূলা দৌড়াদৌড়ি

ছিটে বিচ্ছিন্ন হয়ে গেল ধারে

নতুন জন্ম নিযে এলো পাড়ে

বারে বারে!


Translation- Wave foam

See freedom's might

and the limitless wave's marathon.

Trot trot sparkle twinkle.

The hyperactive foam's water ripple

time after time

like wild horses shining white,

jumping spraying and bubbling,

hurrying from early childhood.

Water's foam playfully playing and galloping,

shredding into thousand sprays

into the bay taking new birth

and crashing into the shore again and again!



No comments: